রবিবার ২ মার্চ ২০২৫ - ১১:২৭
রমজান মাস মানুষের জন্য একটি সুবর্ণ সুযোগ

রমজান হলো প্রশিক্ষণের মাস। আল্লাহ চান তাঁর বান্দা তাঁর গুণাবলি অর্জন করে সেই গুণে গুণান্বিত হোক। হাদীস শরীফে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘“তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও।”

হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
إنَّ أبوابَ السَّماءِ تُفتَحُ فی أوَّلِ لَیلَةٍ مِن شَهرِ رَمَضانَ و لاتُغلَقُ إلی آخِرِ لَیلَةٍ مِنه 

আসমানের (রহমত, মাগফিরাত ও নাজাতের) দরজাগুলো রমজান মাসের প্রথম রাতে খুলে দেওয়া হয় এবং এই মাসের শেষ রাত পর্যন্ত বন্ধ করা হয় না।

[বিহারুল আনওয়ার, খণ্ড- ৯৬, পৃষ্ঠা- ৩৪৪]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha